Sign Up

Sign In

Forgot Password

Lost your password? Please enter your email address. You will receive a link and will create a new password via email.

You must login to ask a question.

You must login to add post.

Please briefly explain why you feel this question should be reported.

Please briefly explain why you feel this answer should be reported.

Please briefly explain why you feel this user should be reported.

Lekha Pora Latest Articles

২০২৩ সালে বিভিন্ন পরীক্ষায় আসা ৫০টি সাধারণ জ্ঞান

২০২৩ সালে বিভিন্ন পরীক্ষায় আসা ৫০টি সাধারণ জ্ঞান

২০২৩ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা ৫০টি সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

২০২৩ সালে বিভিন্ন পরীক্ষায় আসা ৫০টি সাধারণ জ্ঞান

প্রশ্ন : ২০২৩ সালে COP 28 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর : দুবাই, ইউএই ।

প্রশ্ন : পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের-
উত্তর : ৫ জুলাই।

প্রশ্ন : আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে ২০২৩ সালের-
উত্তর : ৭ জুলাই ।

প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর : কমলা হ্যারিস।

প্রশ্ন : বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২৩ সালের—
উত্তর : ১ জুলাই থেকে

প্রশ্ন : দেশের ১৬তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের—
উত্তর : শীতলপাটি ।

প্রশ্ন : শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : দীনেশ গুনাবর্ধনে ।

প্রশ্ন : সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দফতরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে?
উত্তর : FAO

প্রশ্ন : “ঢাকা গেট” কে নির্মাণ করেন?
উত্তর : মীর জুমলা

প্রশ্ন : ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষে কোন বিভাগ?
উত্তর : বরিশাল ।

প্রশ্ন : ২০২৩ সালের জরিপ অনুযায়ী, দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত?
উত্তর : ৬২.৯২ ।

প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় ২০২৩ সালের
উত্তর : ১১ জুলাই ।

প্রশ্ন : চ্যানেল ২৪-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
উত্তর : অপরাজিতা।

প্রশ্ন : রাশিয়া ইউক্রেনের যে দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর : দোনেস্ক ও লুহানস্ক।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে ঘনসবসতি পূর্ণ শহর কোনটি?
উত্তর : ম্যানিলা ।

প্রশ্ন : জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মোনাকো ।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে?
উত্তর : ১৬।

প্রশ্ন : ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী?
উত্তর : OpenKylin!

প্রশ্ন : ইপিআই (EPI) কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ যোগ্য রোগের সংখ্যা
উত্তর : ১০টি।

প্রশ্ন : গম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।

প্রশ্ন : দ্রবণ শব্দের অর্থ কোনটি?
উত্তর : ক্ষরণ ।

প্রশ্ন : জনপ্রিয় ফাস্টফুড ‘পিৎজা’র উৎপত্তি হয়েছে কোন দেশে?
উত্তর : ইতালি ।

প্রশ্ন : কোনটি ভারতের ‘সেভেন সিস্টার্স’ এর অন্তর্ভুক্ত নয়?
উত্তর : হিমাচল ।

প্রশ্ন : বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর : রাজা প্রতাপাদিত্য চরিত্র।

প্রশ্ন : ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিলেন?
উত্তর : ৪টি।

প্রশ্ন : কোন সালকে ভিত্তি করে হিজরী সাল গণনা শুরু হয়?
উত্তর : ৬২২খ্রিঃ।

প্রশ্ন : বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে?
উত্তর : ২য় শিল্প বিপ্লব ।

প্রশ্ন : ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে?
উত্তর : ১৯০১ ।

প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম?
উত্তর : Chinese

প্রশ্ন : বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : নালন্দা ।

প্রশ্ন : রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি?
উত্তর : সরকার ।

প্রশ্ন : সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়?
উত্তর : ১৪২ ।

প্রশ্ন : ‘বই পড়া’ প্রবন্ধটি কার?
উত্তর : প্রমথ চৌধুরী ।

প্রশ্ন : ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তর : প্যারিস।

প্রশ্ন : হালং বে কোন দেশে অবস্থিত?
উত্তর : ভিয়েতনাম ।

প্রশ্ন : http প্রথম ব্যবহৃত হয় কখন?
উত্তর : ১৯৮৯।

প্রশ্ন : যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে?
উত্তর : html।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত?
উত্তর : ৫ম।

প্রশ্ন : নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
উত্তর : CIH

প্রশ্ন : কম্পিউটারের আইকিউ (IQ) কত?
উত্তর : 0

Related Posts

Leave a comment