General Knowledge

২০২৩ সালে অনুষ্ঠিত বিভিন্ন পরীক্ষায় আসা ৫০টি সাধারণ জ্ঞান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

২০২৩ সালে বিভিন্ন পরীক্ষায় আসা ৫০টি সাধারণ জ্ঞান

প্রশ্ন : ২০২৩ সালে COP 28 সম্মেলন অনুষ্ঠিত হবে কোথায়?
উত্তর : দুবাই, ইউএই ।

প্রশ্ন : পদ্মা সেতুতে পরীক্ষামূলক ETC কার্যক্রম চালু হয় ২০২৩ সালের-
উত্তর : ৫ জুলাই।

প্রশ্ন : আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত পরীক্ষামূলক মেট্রোরেল চলাচল করে ২০২৩ সালের-
উত্তর : ৭ জুলাই ।

প্রশ্ন : মার্কিন যুক্তরাষ্ট্রের ১ম কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট কে?
উত্তর : কমলা হ্যারিস।

প্রশ্ন : বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদণ্ড SOFR আনুষ্ঠানিকভাবে চালু হয় ২০২৩ সালের—
উত্তর : ১ জুলাই থেকে

প্রশ্ন : দেশের ১৬তম GI পণ্য হিসেবে স্বীকৃতি পায় বাংলাদেশের—
উত্তর : শীতলপাটি ।

প্রশ্ন : শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর : দীনেশ গুনাবর্ধনে ।

প্রশ্ন : সম্প্রতি জাতিসংঘের কোন সংস্থার সদর দফতরে ‘বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ’ উদ্বোধন করা হয়েছে?
উত্তর : FAO

প্রশ্ন : “ঢাকা গেট” কে নির্মাণ করেন?
উত্তর : মীর জুমলা

প্রশ্ন : ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী, উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষে কোন বিভাগ?
উত্তর : বরিশাল ।

প্রশ্ন : ২০২৩ সালের জরিপ অনুযায়ী, দেশের প্রায়োগিক সাক্ষরতার হার কত?
উত্তর : ৬২.৯২ ।

প্রশ্ন : বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় ২০২৩ সালের
উত্তর : ১১ জুলাই ।

প্রশ্ন : চ্যানেল ২৪-এ দেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ পাঠিকার নাম কী?
উত্তর : অপরাজিতা।

প্রশ্ন : রাশিয়া ইউক্রেনের যে দুইটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তর : দোনেস্ক ও লুহানস্ক।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে ঘনসবসতি পূর্ণ শহর কোনটি?
উত্তর : ম্যানিলা ।

প্রশ্ন : জনসংখ্যার ঘনত্বে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : মোনাকো ।

প্রশ্ন : বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদে পল্লী বিদ্যুতায়নের কথা বলা হয়েছে?
উত্তর : ১৬।

প্রশ্ন : ডেস্কটপের জন্য চীনের উন্মুক্ত অপারেটিং সিস্টেম এর নাম কী?
উত্তর : OpenKylin!

প্রশ্ন : ইপিআই (EPI) কর্মসূচির মাধ্যমে প্রতিরোধ যোগ্য রোগের সংখ্যা
উত্তর : ১০টি।

প্রশ্ন : গম উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : চীন।

প্রশ্ন : দ্রবণ শব্দের অর্থ কোনটি?
উত্তর : ক্ষরণ ।

প্রশ্ন : জনপ্রিয় ফাস্টফুড ‘পিৎজা’র উৎপত্তি হয়েছে কোন দেশে?
উত্তর : ইতালি ।

প্রশ্ন : কোনটি ভারতের ‘সেভেন সিস্টার্স’ এর অন্তর্ভুক্ত নয়?
উত্তর : হিমাচল ।

প্রশ্ন : বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
উত্তর : রাজা প্রতাপাদিত্য চরিত্র।

প্রশ্ন : ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে অ্যাসেম্বলিতে বসবার জন্য বঙ্গবন্ধু কয়টি শর্ত দিয়েছিলেন?
উত্তর : ৪টি।

প্রশ্ন : কোন সালকে ভিত্তি করে হিজরী সাল গণনা শুরু হয়?
উত্তর : ৬২২খ্রিঃ।

প্রশ্ন : বিদ্যুৎ আবিষ্কারের সাথে কোন শিল্প বিপ্লবের সম্পর্ক রয়েছে?
উত্তর : ২য় শিল্প বিপ্লব ।

প্রশ্ন : ঢাকা শহরে প্রথম বিদ্যুৎ ব্যবহৃত হয় কত সালে?
উত্তর : ১৯০১ ।

প্রশ্ন : পৃথিবীর সর্বাধিক লোকের মাতৃভাষার নাম?
উত্তর : Chinese

প্রশ্ন : বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : নালন্দা ।

প্রশ্ন : রাষ্ট্র গঠনের জন্য অপরিহার্য উপাদান কোনটি?
উত্তর : সরকার ।

প্রশ্ন : সংবিধানের কত অনুচ্ছেদ অনুসারে সংবিধান সংশোধন করা হয়?
উত্তর : ১৪২ ।

প্রশ্ন : ‘বই পড়া’ প্রবন্ধটি কার?
উত্তর : প্রমথ চৌধুরী ।

প্রশ্ন : ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
উত্তর : প্যারিস।

প্রশ্ন : হালং বে কোন দেশে অবস্থিত?
উত্তর : ভিয়েতনাম ।

প্রশ্ন : http প্রথম ব্যবহৃত হয় কখন?
উত্তর : ১৯৮৯।

প্রশ্ন : যে বইগুলো অনলাইনে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে থাকে?
উত্তর : html।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত?
উত্তর : ৫ম।

প্রশ্ন : নিচের কোনটি কম্পিউটার ভাইরাস?
উত্তর : CIH

প্রশ্ন : কম্পিউটারের আইকিউ (IQ) কত?
উত্তর : 0

Related Post

Leave a Comment