General Knowledge

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ০৩ নভেম্বর ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ০৩ নভেম্বর ২০২৩

৩ নভেম্বর, ২০২৩ সাম্প্রতিক আপডেট তথ্য

প্রশ্ন : ‘কান্দাহার’ কোন দেশের শহর?
উত্তর : আফগানিস্তান

প্রশ্ন : ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)’র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসাবে নির্বাচিত হয়েছেন কে?
উত্তর : সায়মা ওয়াজেদ (৫ বছরের জন্য)।

প্রশ্ন : অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কত সালে?
উত্তর : ১৯৯৮ সালে ।

প্রশ্ন : অ্যাশেজে (অস্ট্রেলিয়া-ইংল্যান্ড টেস্ট সিরিজ) ইংল্যান্ড দলের খেলার নতুন আক্রমণাত্মক ধরণকে কী নাম দেওয়া হয়?
উত্তর : বাজবল (Bazball)।

প্রশ্ন : আরাকান আর্মি (এএ), মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) এবং তাঙ ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জোট তিনটি একত্রে কী নামে পরিচিত?
উত্তর : ব্রাদারহুড অ্যালায়েন্স ।

প্রশ্ন : একাদশ জাতীয় সংসদে মোট কয়টি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে?
উত্তর : ২৫টি

প্রশ্ন : এনবিআর-এর প্রতিবেদন অনুযায়ী, ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে কয়টি খাতে করছাড় দেওয়া হয়?
উত্তর : ৯৭ টি।

প্রশ্ন : এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য কতটি?
উত্তর : ৯৩টি।

প্রশ্ন : ওডিআই ক্রিকেটে এক ইনিংসে সর্বনিম্ন রান কোন দলের?
উত্তর : জিম্বাবুয়ে (বিপক্ষ: শ্রীলঙ্কা) ও যুক্তরাষ্ট্র (বিপক্ষ: নেপাল) *উভয় দলই ৩৫ রানে অলআউট

প্রশ্ন : কারাগারের অভ্যন্তরে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল-
উত্তর : ১৯৭৫ সালের ৩ নভেম্বর

প্রশ্ন : কোন শব্দকে ‘কলিনস ওয়ার্ড অব দ্য ইয়ার-২০২৩’ হিসাবে ঘোষনা করা হয়েছে?
উত্তর : এআই (AI) ।

প্রশ্ন : গ্রিক দার্শনিক অ্যারিস্টটল নাটকে কত ধরনের ঐক্যের কথা বলেছেন?
উত্তর : ৩ ধরনের (কালের ঐক্য, স্থানের ঐক্য ও ঘটনার ঐক্য)।

প্রশ্ন : চট্টগ্রামের দোহাজারী-কক্সবাজার নতুন রেলপথ কবে উদ্বোধন করা হবে?
উত্তর : ১১ নভেম্বর, ২০২৩ (পূর্ব নির্ধারিত সময়: ১২ নভেম্বর, ২০২৩)।

প্রশ্ন : চলতি অর্থবছরে অক্টোবর মাসের রপ্তানিকৃত সকল পণ্যের অর্থমূল্য কত?
উত্তর : ৩৭৬ কোটি মার্কিন ডলার।

প্রশ্ন : দেশাত্মবোধক গান ‘একবার বিদায় দে মা ঘরে আসি’ এর রচয়িতা কে?
উত্তর : পীতাম্বর দাস

প্রশ্ন : দেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতিকে কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা আশ্রয়শিবির কয়টি?
উত্তর : ৩৩ টি।

প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাসকার এবং প্রখ্যাত লোক-সাহিত্যবিশারদ দীনেশচন্দ্র সেন কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ৩ নভেম্বর, ১৮৬৬।

প্রশ্ন : বাংলাদেশি রসায়নবিদ, প্রন্থকার, এবং শিক্ষাবিদ মুহম্মদ কুদরাত-এ-খুদা কবে মৃত্যুবরণ করেন?
উত্তর : ১৯৭৭ সালের ৩ নভেম্বর।

প্রশ্ন : বাংলাদেশে ‘জেলহত্যা দিবস’ পালিত হয় কবে?
উত্তর : ৩ নভেম্বর সালের এই দিনে জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় হত্যা করা হয়)।

প্রশ্ন : বিশ্বে প্রথম ছাপা সংবাদপত্র প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ১৬০৫ সালে (জার্মানিতে)।

প্রশ্ন : ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন কত সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৯৯৮ সালে।

প্রশ্ন : মানবাধিকার সংগঠন ‘আইন ও সালিশ কেন্দ্র (আসক)’ গঠিত হয় কত সালে?
উত্তর : ১৯৮৬ সালে ।

প্রশ্ন : সম্প্রতি কোন বিশ্বখ্যাত ম্যাগাজিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন করা হয়েছে?
উত্তর : টাইম ম্যাগাজিনে

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টাইম ম্যাগাজিনের প্রকাশিত প্রচ্ছদের শিরোনাম কী ছিল?
উত্তর : ‘শেখ হাসিনা অ্যান্ড দ্য ফিউচার অব ডেমোক্রেসি ইন বাংলাদেশ।’

Related Post

Leave a Comment