General Knowledge

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ০৩ অক্টোবর ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ০৩ অক্টোবর ২০২৩

প্রশ্ন : বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুসারে চলতি ২০২৩-২৪ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে
উত্তর : ৫.৬ শতাংশ

প্রশ্ন : চীনের অর্থায়নে দক্ষিণ-পূর্ব এশিয়ায় (ইন্দোনেশিয়া) প্রথমবারের মতো সর্বোচ্চ গতির (ঘণ্টায় সর্বোচ্চ ৩৫০কি.মি.) ট্রেন চালু করেছে তার নাম
উত্তর : ‘হুশ’

প্রশ্ন : ‘বিশ্ব বসতি দিবস’ কত তারিখে পালন করা হয়?
উত্তর : ২ অক্টোবর।

প্রশ্ন : ‘বিশ্ব বসতি দিবস’ ২০২৩ এর প্রতিপাদ্য
উত্তর : ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগরসমূহই চালিকাশক্তি’

প্রশ্ন : এইচপিভি টিকাদান কর্মসূচি এর প্রতিপাদ্য কি
উত্তর : ‘এক ডোজ এইচপিভি টিকা নিন, জরায়ু ক্যানসার রুখে দিন’

প্রশ্ন : যে কারণে ২০২৩ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন
উত্তর : ইলেকট্রন ডাইনামিকস ও আলোর অ্যাটোসেকেন্ড স্পন্দন

প্রশ্ন : মডার্না ও ফাইজার/বায়োএনটেকের করোনার টিকা কোন প্রযুক্তিতে বায়োএনটেকের করোনার টিন তৈরি
উত্তর : mRNA

প্রশ্ন : বাংলাদেশে প্রথমবারের মতো পিতৃত্বকালীন ছুটির বিধান চালু করেছে
উত্তর : সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : করোনাভাইরাসের mRNA টিকার প্রযুক্তি আবিষ্কার করে চিকিৎসায় নোবেল পুরস্কার-২০২৩ পেলেন
উত্তর : ক্যাটালিন ক্যারিকো ও ডু ওয়েইসম্যান।

প্রশ্ন : ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : পিয়েরে অ্যাগোস্টিনি (যুক্তরাষ্ট্র), ফেরেন্স ক্রাউজ (হাঙ্গেরি) ও অ্যান এল’হুইলিয়ার (ফ্রান্স)।

প্রশ্ন : কোন ক্ষেত্রে অবদানের জন্য ২০২৩ সালে চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর : করোনাভাইরাসের এমআরএনএ টিকা তৈরিতে।

প্রশ্ন : প্রথমবারের মতো দক্ষিণ পূর্ব এশিয়ায় সর্বোচ্চ গতির বুলেট ট্রে করে কোন দেশ?
উত্তর : ইন্দোনেশিয়া (চীনের অর্থায়নে)।

প্রশ্ন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের সমর্থনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২৭ সদস্য রাশিয়ার উপর কয় দফা নিষেধাজ্ঞা দিয়েছে?
উত্তর : ১১ দফা।

প্রশ্ন : ক্রিকেট ইতিহাসে প্রথম লাল কার্ড পান কে?
উত্তর : সুনীল নারাইন

প্রশ্ন : নাসা কর্তৃক কালপুরুষ নীহারিকায় নব্য আবিষ্কৃত অজানা বস্তুকণার কী নাম দেয়া হয়?
উত্তর : জাম্বোস (জুপিটার মাস বাইনারি অবজেক্ট)।

প্রশ্ন : প্রতিবছর সৌদি আরবের জাতীয় দিবস পালিত হয় কত তারিখে?
উত্তর : ২৩ সেপ্টেম্বর।

প্রশ্ন : যুক্তফ্রন্ট সরকারকে বরখাস্ত করেন কে?
উত্তর : গভর্নর জেনারেল গোলাম মোহাম্মদ ।

প্রশ্ন : এডিস মশার লার্ভার ঘনত্ব পরিমাপের স্বীকৃত পদ্ধতির নাম কী?
উত্তর : ব্রুটো ইনডেক্স (বিআই)।

প্রশ্ন : ইসরাইলের কোনো মন্ত্রী হিসাবে প্রথমবারের মতো সৌদি সফর করেন কে?
উত্তর : হাইম কাজ (পর্যটন মন্ত্রী)।

প্রশ্ন : দুই জার্মানি কখন একত্রিত হয়?
উত্তর : অক্টোবর ১৯৯০ সালে

প্রশ্ন : চিকিৎসা ক্ষেত্রে নোবেল পুরস্কার-২০২৩ পেয়েছেন
উত্তর : কাতালিন কারিকো (হাঙ্গেরি) ও ড্রিউ ওয়েইজম্যান (যুক্তরাষ্ট্র)

প্রশ্ন : ‘রাজা যায় রাজা আসে’ – কার রচিত কাব্যগ্রন্থ?
উত্তর : আবুল হাসান

প্রশ্ন : একদিনের বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ উইকেট কোন বোলারের?
উত্তর : গেন ম্যাকগ্রা (৭১ উইকেট)

প্রশ্ন : ‘ডং (Dong)’ – কোন দেশের মুদ্রা ?
উত্তর : ভিয়েতনাম

প্রশ্ন : নোবেল বিজয়ী প্রথম নারী কে?
উত্তর : ম্যারি কুরি

প্রশ্ন : মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জোর রাজনৈতিক দলের নাম কী?
উত্তর : প্রোগ্রেসিভ পার্টি অব দ্য মালদ্বীপ (PPM)।

প্রশ্ন : ২০২৩ বিশ্বকাপ ক্রিকেটের মাসকটের নাম কী?
উত্তর : ব্রেজ এবং টঙ্ক।

প্রশ্ন : দেশের নতুন আয়কর আইন অনুযায়ী জীবনযাত্রার বিবরণীতে কয় ধরনের তথ্য দিতে হবে?
উত্তর : ৯ ধরনের ।

প্রশ্ন : সম্প্রতি বিশ্বের কোন রাজনৈতিক নেতা তারবার্তা ফাঁস’ মামলায় অভিযুক্ত হয়েছেন?
উত্তর : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ।

প্রশ্ন : ২০২৩-২৪ অর্থবছরের সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির হার কত?
উত্তর : ১৪.৪৬ শতাংশ।

প্রশ্ন : বর্তমানে বিশ্বের তেল রপ্তানিকার শীর্ষ দুই দেশ যথাক্রমে-
উত্তর : ১. সৌদি আরব ২. রাশিয়া ।

প্রশ্ন : গুগল কত সালে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম চালু করে?
উত্তর : ২০২০ সালে।

প্রশ্ন : বায়ু দূষণ রোধে বৈশ্বিক তহবিল প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : তৃতীয় ।

প্রশ্ন : ম্যালেরিয়ার জন্য বিশ্ব স্বাস্থ সংস্থার অনুমোদিত ২য় টিকার নাম কী?
উত্তর : আর২১ ।

প্রশ্ন : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৩য় টার্মিনাল উদ্বোধন হবে কবে?
উত্তর : ৭ অক্টোবর, ২০২৩

প্রশ্ন : ২০২৩-২৪ অর্থবছরে সেপ্টেম্বর মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধির হার কত?
উত্তর : ১৪.৪৬ শতাংশ।

প্রশ্ন : ম্যালেরিয়ার জন্য WHO অনুমোদিত ২য় টিকার নাম কী?
উত্তর : আর২১ (R21 ) ।

প্রশ্ন : বায়ু দূষণ রোধে বৈশ্বিক তহবিল প্রাপ্তিতে বাংলাদেশের অবস্থান কত?
উত্তর : তৃতীয়।

প্রশ্ন : সচিবলায় নির্দেশমালা (সেক্রেটারিয়েট ইনস্ট্রাকশনস) সর্বপ্রথম জারি করা হয় কত সালে?
উত্তর : ১৯৭৬ সালে।

প্রশ্ন : আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (IAEA) সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : অস্ট্রিয়ার ভিয়েনা শহরে।

প্রশ্ন : পূর্ব এবং পশ্চিম জার্মানি এক হয় কবে?
উত্তর : ১৯৯০ সালের (২য় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে বিভক্ত হয়)।

প্রশ্ন : গুগল কত সালে আর্থকোয়েক অ্যালার্ট সিস্টেম (অ্যান্ড্রয়েড অ্যাপ) চালু করে?
উত্তর : ২০২০ সালে।

প্রশ্ন : কোন ৬টি বিভাগে নোবেল পুরস্কার দেওয়া হয়?
উত্তর : চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি

অক্টোবর ২০২৩ উদ্বোধন

  • ৭ অক্টোবর – বিমানবন্দর তৃতীয় টার্মিনাল।
  • ১০ অক্টোবর – পদ্মা রেলসেতু
  • ২৩ অক্টোবর → মেট্রোরেল আগারগাঁও থেকে মতিঝিল ।
  • ২৮ অক্টোবর — বঙ্গবন্ধু টানেল।

Related Post

Leave a Comment