General Knowledge

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২৭ অক্টোবর, ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২৭ অক্টোবর, ২০২৩

প্রশ্ন : বাংলাদেশ বিশ্বের কততম বৃহত্তম অর্থনীতির দেশ?
উত্তর : ৩৫তম (৪৬৫ বিলিয়ন ডলার)।

প্রশ্ন : বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্কের নাম কী?
উত্তর : আরপানেট ।

প্রশ্ন : ব্যবসায়িক ক্ষেত্রে উন্নয়নশীল দেশগুলোর ইউরোপীয় ইউনিয়নের দেয়া বিশেষ সুবিধার নাম কী?
উত্তর : GSP + (Generalised Scheme of Preferences Plus)

প্রশ্ন : অটোমোবাইল কোম্পানি ‘হোন্ডা (Honda )’ কোন দেশভিত্তিক প্রতিষ্ঠান?
উত্তর : জাপান

প্রশ্ন : আইনের শাসন সূচকে বর্তমানে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ১২৭ তম (১৪২টি দেশের মধ্যে)।

প্রশ্ন : আইনের শাসন সূচকে বর্তমানে শীর্ষে রয়েছে কোন দেশ?
উত্তর : ডেনমার্ক।

প্রশ্ন : ইসরাইল কোন আন্তর্জাতিক সংগঠনের কর্মীদের ইসরাইলের ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে?
উত্তর : জাতিসংঘের কর্মীদের।

প্রশ্ন : ওয়ানডে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরিয়ান কে?
উত্তর : অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল (৪০ বলে)।

প্রশ্ন : কোন দেশকে ‘Land of Fire and Ice’ বলা হয়?
উত্তর : আইসল্যান্ড

প্রশ্ন : কোন সাহিত্যিককে ‘ফিলিস্তিনের জাতীয় কবি’ হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর : মাহমুদ দারুঈশ (Mahmoud Darwish )

প্রশ্ন : ক্রিকেটে থার্ড আম্পায়ার দ্বারা আউট হওয়া প্রথম ব্যাটসম্যান কে?
উত্তর : শচিন টেন্ডুলকার (১৯৯২ সালে)।

প্রশ্ন : ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম-২০২৩ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কোথায় অনুষ্ঠি

প্রশ্ন : ‘দ্য বাইসাইকেল থিফ’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর : ভিত্তোরিও দে সিকা ।

প্রশ্ন : প্রখ্যাত বাংলা লোকসঙ্গীত শিল্পী আব্বাসউদ্দিন আহমদ কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ২৭ অক্টোবর ১৯০১।

প্রশ্ন : প্রথম ই-মেইল সিস্টেম চালু করেন কে?
উত্তর : রেমন্ড স্যামুয়েল টমলিনসন

প্রশ্ন : বঙ্গবন্ধু টানের দৈর্ঘ্য কত?
উত্তর : ৩.৪ কিলোমিটার।

প্রশ্ন : বঙ্গবন্ধু টানেল প্রকল্পে মূল টানেলের দৈর্ঘ্য কত?
উত্তর : ৩.৩১৫ কিলোমিটার

প্রশ্ন : বঙ্গবন্ধু টানেলের মোট প্রাক্কলিত ব্যয় কত?
উত্তর : ১০ হাজার ৬৮ ৭১ লাখ টাকা ।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দুই সুড়ঙ্গের মধ্যে যাতায়াতের জন্য কয়টি ক্রস প্যাসেজ বা সংযোগ পথ রয়েছে?
উত্তর : ৩টি।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের দৈর্ঘ্য কত?
উত্তর : ১.৩২ কিলোমিটার ।

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের সর্বোচ্চ গভীরতা কত?
উত্তর : নদীর তলদেশে থেকে ৩১ মিটার।

প্রশ্ন : গ্রাম প্রতিরক্ষা বাহিনী ( Ansar VDP)-এর বাংলাদেশ আনসার ও গ্রাম সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর : খিলগাঁও, ঢাকা

প্রশ্ন : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্যমতে, বর্তমানে বাংলাদেশে বেকারের সংখ্যা কত?
উত্তর : ২৫ লাখ ৮২ হাজার।

প্রশ্ন : ভারত আপাতত কয়টি ক্ষেত্রে কানাডার নাগরিকদের পুনরায় ভিসা দেওয়া শুরু করে?
উত্তর : চারটি ক্ষেত্রে (এন্ট্রি ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা ও কনফারেন্স ভিসা)।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নতুন স্পিকার হিসাবে নির্বাচিত হয়েছেন কে?
উত্তর : মাইক জনসন ।

প্রশ্ন : লি কেকিয়াং গণপ্রজাতন্ত্রী চীনের কততম প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর : ৭ম প্রধানমন্ত্রী। (তিনি ২৭ অক্টোবর, ২০২৩ মৃত্যুবরণ করেন)।

প্রশ্ন : সম্প্রতি মহাকাশে সর্বকনিষ্ঠ নভোচারী পাঠাচ্ছে কোন মহাকাশযানে ?
উত্তর : সেনঝু-১৭ (চীন)।

প্রশ্ন : সম্প্রতি মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন কে?
উত্তর : মাইক জনসন (রিপাবলিকান পার্টি)

প্রশ্ন : সম্প্রতি সিঙ্গাপুরের সম্মানজনক ‘ন্যাশনাল অ্যাওয়ার্ডস’এর পাবলিক সার্ভিস মেডেল (কোভিড-১৯) লাভ করেন কোন বাংলাদেশি?
উত্তর : মুহাম্মদ আজিজ খান ।

প্রশ্ন : সিঙ্গাপুরের জাতীয় পুরস্কার ‘পাবলিক সার্ভিস মেডেল (কোভিড-১৯) পেয়েছেন কোন বাংলাদেশি?
উত্তর : মুহাম্মদ আজিজ (সামিট গ্রুপের চেয়ারম্যান)।

প্রশ্ন : স্পাইডার ও ডেভিড প্লিং কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থ
উত্তর : ইসরাইলের।

Related Post

Leave a Comment