General Knowledge

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : বাংলাদেশে ৫টি ইন্টারনেট সেবা কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ১২ ডিসেম্বর ২০২১।

প্রশ্ন : বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগকারী দেশ কোনটি?
উত্তর : মার্কিন যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : বাউল কবি লালন শাহ মৃত্যুবরণ করেন কবে?
উত্তর : ১৭ অক্টোবর, সালে।

প্রশ্ন : বিদ্যুৎ খাতে বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ কোন দেশের?
উত্তর : চীনের

প্রশ্ন : ‘বিশ্ব খাদ্য দিবস’ কবে পালন করা হয়?
উত্তর : ১৬ অক্টোবর।

প্রশ্ন : বিশ্ব জ্বালানি তেলের কত শতাংশ উৎপাদতি হয় মধ্যপ্রাচ্যে?
উত্তর : শতাংশ।

প্রশ্ন : শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মার্টি আহতিসারি ফিনল্যান্ডের কততম রাষ্ট্রপতি ছিলেন?
উত্তর : ১০তম (তিনি ১৬ অক্টোবর ২০২৩ মৃত্যুবরণ করেন)।

প্রশ্ন : ২০২২-২৩ অর্থবছর শেষে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগের পরিমান কত?
উত্তর : ৩.৯৪৮ বিলিয়ন ডলার (প্রায় ১৮.০৯ শতাংশ)।

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : BRI এর ১০ বছর পূর্তিতে কতটি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন?
উত্তর : ১৩০টি দেশের।

প্রশ্ন : WFO এর তথ্যমতে, দেশে কত শতাংশ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে?
উত্তর : ২৪ শতাংশ।

প্রশ্ন : অলিম্পিক আসরে ক্রিকেট খেলা অন্তর্ভুক্ত করা হবে কত সালে?
উত্তর : ২০২৮ সালে (লস অ্যাঞ্জেলস অলিম্পিক ।

প্রশ্ন : আন্তর্জাতিক দারিদ্র দূরীকরণ দিবস কবে পালন করা হয়?
উত্তর : ১৭ অক্টোবর।

প্রশ্ন : ইকুয়েডরের নবনির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : ড্যানিয়েল নোবোয়া।

প্রশ্ন : ইয়ুমেশিমা দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তর : এটা একটি কৃত্রিম দ্বীপ যা জাপানের ওসাকা উপসাগরে অবস্থিত।

প্রশ্ন : কত সাল থেকে অলিম্পিক আসরে ক্রিকেট অন্তর্ভূক্ত করা হবে?
উত্তর : ২০২৮ সাল (লস অ্যাঞ্জেলস অলিম্পিক)।

প্রশ্ন : ডব্লিউএফপি-এর জরিপ অনুযায়ী, দেশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে কত শতাংশ মানুষ?
উত্তর : ২৪ শতাংশ।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি গ্যাস সরবরাহ করছে কোন কোম্পানি?
উত্তর : শেভরন (যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন : ‘শেখ রাসেল দিবস’ কবে পালিত হয়?
উত্তর : ১৮ অক্টোবর

প্রশ্ন : ১৮ অক্টোবর ২০২৩ শেখ রাসেল এর কততম জন্মদিন পালিত হয়?
উত্তর : ৬০তম

প্রশ্ন : রাষ্ট্রীয়ভাবে ‘শেখ রাসেল দিবস’ কবে থেকে পালিত হচ্ছে?
উত্তর : ২০২১ সালে

প্রশ্ন : জিনবিজ্ঞানী আবেদ চৌধুরীর উদ্ভাবিত পাঁচবার ধান দেওয়া নতুন ধানের জাতের নাম কী?
উত্তর : পঞ্চব্রীহি।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৯তম উপাচার্যের নাম কী?
উত্তর : অধ্যাপক ড. এ.এস.এম. মাকসুদ কামাল।

প্রশ্ন : ফিলিস্তিনের গাজার কোন হাসপাতালে ইসরাইল বোমা হামলা চালিয়েছে?
উত্তর : আল-আহলি আরব হাসপাতাল ।

প্রশ্ন : সম্প্রতি ফিলিস্তিনের গাজায় কোন হাসপাতালে ইসরাইল বোমা হামলা চালিয়েছে?
উত্তর : আল-আহলি আরব হাসপাতাল।

সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : চীনের রাজধানী বেইজিংয়ে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ’ এর ১০ম শীর্ষ সম্মেলন শুরু হয় কবে?
উত্তর : ১৭ অক্টোবর, ২০২৩।

প্রশ্ন : ‘শিন বেত’ কোন দেশের ঘরোয়া গোয়েন্দা সংস্থা?
উত্তর : ইসরায়েল।

প্রশ্ন : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি’র গ্রেপ্তারি পরোয়ানা জারির পর কততম দেশ হিসেবে চীন সফর করেন?
উত্তর : দ্বিতীয়।

প্রশ্ন : ফিলিস্তিনের প্রেসিডেন্টের নাম কী?
উত্তর : মাহমুদ আব্বাস ।

প্রশ্ন : ‘হিজবুল্লাহ’ কোন দেশ ভিত্তিক সশস্ত্র সংগঠন?
উত্তর : লেবানন।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের কোন রণতরি ইসরাইলের জন্য ভূমধ্যসাগরে পাঠান হয়েছে?
উত্তর : ইউএসএনএস লারামি (পি এও-২০৩)।

প্রশ্ন : চীনের রাজধানী বেইজিংয়ে ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সম্মেলন কবে শুরু হয়েছে?
উত্তর : ১৭ অক্টোবর ২০২৩।

প্রশ্ন : লেবাননের সশস্ত্র সংগঠনের নাম কী?
উত্তর : হিজবুল্লাহ।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশে গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো কতটি?
উত্তর : ৩৪টি।

প্রশ্ন : সম্প্রতি ভারতের লাদাখে উদ্বোধন হওয়া সামরিক ঘাটির নাম কী?
উত্তর : নয়োমা।

প্রশ্ন : ২০২৮ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সহায়তা চুক্তিকে বলে?
উত্তর : ১০সাল বন্দোবস্ত ।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জাদুঘর কোনটি?
উত্তর : ব্লেডস অফ গ্লোরি (ভারত)।

প্রশ্ন : সূর্য থেকে পৃথিবীতে আশা নবায়ণযোগ্য শক্তির কত ভাগ মানবজাতি ভোগ করে?
উত্তর : ১০ হাজার ভাগের ১ভাগ ।

প্রশ্ন : ইসরায়েলের রাজধানীর নাম কী?
উত্তর : জেরুজালেম

প্রশ্ন : সম্প্রতি বাংলাদেশ সফর করা যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিস্ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর নাম কী?
উত্তর : আফরিন আক্তার

প্রশ্ন : আইসিটি (ICT) এর পূর্ণরূপ কী?
উত্তর : Information and Communications Technology

প্রশ্ন : টেস্ট ক্রিকেট খেলার মর্যাদা পাওয়া দেশ কয়টি?
উত্তর : ১২টি

প্রশ্ন : আইসিসি কর্তৃক গ্রেপ্তারি পরোয়ান জারির পর রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন প্রথম কোন দেশ সফর করেন?
উত্তর : কিরগিজস্তান

প্রশ্ন : জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের নাম কী ?
উত্তর : ফিলিপ্পো গ্রান্ডিও ও ।

প্রশ্ন : গাজা উপত্যকার আয়তন কত কি.মি.?
উত্তর : ৪১ কি. মি. (সূত্র : দৈনিক যুগান্তর )

প্রশ্ন : জয়িতা ফাউন্ডেশন কী ?
উত্তর : নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের উদ্দেশ্যে গঠিত ফাউন্ডেশন

প্রশ্ন : ‘লাইভ সায়েন্স’ ও ‘নেচার’ এর মতে, মানব মস্তিষ্কে কত হাজার কোষ রয়েছে ?
উত্তর : ৩ হাজার ৩০০ শত কোষ ।

সাধারণ জ্ঞান ২০২৩ বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার সামরিক সহায়তা চুক্তি (যা ২০২৮ সাল পযর্ন্ত বিদ্যমান থাকবে ) এর নাম কি
উত্তর : ‘১০ সাল বন্দোবস্ত

প্রশ্ন : জেরাল্ড আর ফোর্ড ‘ কী ?
উত্তর : বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি। ( যেটি যুক্তরাষ্ট্র ইসরাইলকে সামরিক সহায়তার জন্য পাঠিয়েছে ) ।

প্রশ্ন : সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোন দেশে সফর করেছেন ?
উত্তর : চীনে

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট জাদুঘর কোনটি ?
উত্তর : ব্লেডস অফ গ্লোরি ( ভারত ) ।

প্রশ্ন : সূর্য হতে পৃথিবীতে আগত নবায়নযোগ্য শক্তির কত ভাগ মানবজাতি ভোগ করে ?
উত্তর : ১০ হাজার ভাগের একভাগ ।

প্রশ্ন : মুঠোফোনে নজরদারির জন্য সরকার কর্তৃক চালু করতে যাওয়া নতুন ব্যবস্থাটির নাম কী?
উত্তর : ইন্টিগ্রেটেড লফুল ইন্টারসেপশন সিস্টেম (আইএলআইএস) ।

প্রশ্ন : বাংলাদেশ টেলিযোগাযোগ আইনের কত ধারা অনুযায়ী, ‘রাষ্ট্রের নিরাপত্তা বা জনশৃঙ্খলার স্বার্থে যেকোনো টেলিযোগাযোগ সেবা ব্যবহারকারীর পাঠানো বার্তা ও কথোপকথন প্রতিহত, রেকর্ড ধারণ বা তৎসম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য সরকার সরকারি সংস্থার কোনো কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারবে’?
উত্তর : ৯৭ (ক)।

প্রশ্ন : কোনো সচল মুঠোফোন বহনকারী গ্রাহকের অবস্থানের তথ্য জানা যায় কীসের মাধ্যমে?
উত্তর : জিও লোকেশন ।

প্রশ্ন : হটস্পট (পৃথিবীর জীববৈচিত্র্যসমৃদ্ধ অঞ্চল) শব্দটির প্রচলন করেন কে?
উত্তর : বিজ্ঞানী নরম্যান মাইয়ার্স ।

প্রশ্ন : ১৯৪০ সালে প্রথম বাঙালি মেয়ে হিসাবে জাপানে অনুষ্ঠিত অলি, জন্য নির্বাচিত হয়েছিলেন কে?
উত্তর : ইলা মিত্র।

প্রশ্ন : ‘এসএনসিএফ’ কোন দেশভিত্তিক রেলওয়ে প্রতিষ্ঠান?
উত্তর : ফ্রান্স ।

প্রশ্ন : ‘ডিজনিল্যান্ড’ শহরটি কোথায় অবস্থিত?
উত্তর : প্যারিস, ফ্রান্স ।

প্রশ্ন : সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কোন সংস্থা প্রতিষ্ঠার ঘোষণা দেন?
উত্তর : বিশ্ব পানি সংস্থা ।

Related Post

Leave a Comment