General Knowledge

বৈশ্বিক ক্ষুধা সূচক

  • প্রকাশ : ১২ অক্টোবর ২০২৩
  • প্রকাশক : আয়ারল্যান্ডভিত্তিক সংস্থা Concern Worldwide ও জার্মানভিত্তিক Welthungerhilfe
  • অন্তর্ভুক্ত দেশ : ১২৫টি
  • সূচকের শিরোনাম: Global Hunger Index 2023
  • সুচক অনুযায়ী —

ক্ষুধার মাত্রা কম : ২০টি দেশে বেলারুশ, বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, চিলি, চীন, ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, জর্জিয়া, হাঙ্গেরি, কুয়েত, লাটভিয়া, লিথুয়ানিয়া, মলদোভা, মন্টিনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং উরুগুয়ে।

ক্ষুধার মাত্রা সবচেয়ে বেশি : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র

সার্কভুক্ত দেশের অবস্থান: ৬০. শ্রীলংকা, ৬৯. নেপাল, ৮১. বাংলাদেশ, ১০২. পাকিস্তান, ১১১. ভারত ও ১১৪ আফগানিস্তান।

বাল্যবিবাহ প্রতিবেদন

  • প্রকাশ : ৫ অক্টোবর ২০২৩
  • প্রকাশক : বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
  • জরিপের অন্তর্ভুক্ত জেলা : ২৭টি
  • প্রতিবেদনের শিরোনাম : Child Marriage: Trends and Causes
  • প্রতিবেদন অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষ ও সর্বনিম্ন ৫ জেলা
তমশীর্ষ ৫ জেলাসর্বনিম্ন ৫ জেলা
নামহারনামহার
পিরোজপুর৭২.৬%নেত্রকোণা২৪.১%
চাঁপাইনবাবগঞ্জ৬৫.২%মৌলভীবাজার২৯.১%
নওগাঁ৬৫.০%বাগেরহাট২৯.৩%
ঠাকুরগাঁও৬২.৫%ময়মনসিংহ২৯.৭%
জয়পুরহাট৬১.৪%মানিকগঞ্জ৩২.৩%

বৈশ্বিক উদ্ভাবনী সূচক

  • প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩
  • প্রকাশক : বিশ্ব বুদ্ধিবৃত্তিক সম্পদ সংস্থা (WIPO)
  • সূচকের শিরোনাম : Global Innovation Index 2023
  • অন্তর্ভুক্ত দেশ : ১৩২টি।
  • সূচক অনুযায়ী— শীর্ষ দেশ সুইজারল্যান্ড • সর্বনিম্ন দেশ > অ্যাঙ্গোলা * বাংলাদেশের অবস্থান ১০৫তম ।

সময়ের আগে শিশু জন্মহার

  • প্রকাশ : ৫ অক্টোবর ২০২৩
  • প্রকাশক : বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
  • প্রতিবেদন অনুযায়ী — ২০২০ সালে সারা বিশ্বে সময়ের আগে ১ কোটি ৩৪ লাখ শিশুর জন্ম হয় । বাংলাদেশে প্রতিবছর সময়ের আগে প্রায় পাঁচ লাখ শিশু জন্ম নেয় । সময়ের আগে জন্ম নেওয়া শিশুর হার ১. বাংলাদেশ (১৬.২%) ২. পাকিস্তান (১৪.২%) ৩. ভারত (১৩.০%) ৪. নেপাল (১১.২%) ৫. মালদ্বীপ (৯.৮%) ও ৬. শ্রীলংকা ( ৭.৮%)।

কিডস রাইটস সূচক

  • প্রকাশক : The Kids Rights
  • অন্তর্ভুক্ত দেশ : ১৯৩টি
  • সূচকের শিরোনাম : Kids Rights Index 2023
  • সূচক অনুযায়ী — শীর্ষ দেশ : সুইডেন সর্বনিম্ন দেশ : আফগানিস্তান • বাংলাদেশের অবস্থান ১০২তম।

বাস্তুচ্যুত প্রতিবেদন

  • প্রকাশ : ৬ অক্টোবর ২০২৩
  • প্রকাশকাল : জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।
  • প্রতিবেদন অনুযায়ী- বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট দুর্যোগে ২০১৬-২১ পর্যন্ত ৪৪টি দেশের ৪.৩১ কোটি শিশু বাস্তুচ্যুত হয়। বাস্তুচ্যুত হওয়ার ঘটনাগুলোর ৯৫% ঘটে বন্যা ও ঝড়ের কারণে । চীন, ভারত ও ফিলিপাইনে সবচেয়ে বেশি মানুষ বাস্তুচ্যুত (প্রায় ২.৩০ কোটি) হয় ৷

বিশ্বে ধীরগতির শহর

  • প্রকাশ : আগস্ট ২০২৩
  • প্রকাশক : National Bureau of Economic Research (NBER), যুক্তরাষ্ট্র
  • অন্তর্ভুক্ত শহর : ১৫২টি দেশের ১,২০০টির বেশি শহর। প্রতিবেদন অনুযায়ী— শীর্ষ ধীরগতির শহর : ঢাকা (বাংলাদেশ)। শীর্ষ দ্রুতগতির শহর : ফ্লিন্ট (মিশিগান, যুক্তরাষ্ট্র)। ধীরগতির শীর্ষ ২০টি শহরের মধ্যে ৩টি বাংলাদেশের : ১. ঢাকা, ৯. ময়মনসিংহ ও ১২. চট্টগ্রাম।

আইনের শাসন সূচক

  • প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩।
  • প্রকাশক : যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা World Justice Project (WJP)
  • অন্তর্ভুক্ত দেশ : ১৪২টি।
  • সূচকের শিরোনাম : WJP Rule of Law Index 2023 ।
  • সূচক অনুযায়ী— শীর্ষ দেশ : ডেনমার্ক। সর্বনিম্ন দেশ : ভেনেজুয়েলা । সার্কভুক্ত দেশের অবস্থান : ৭১. নেপাল, ৭৭. শ্রীলংকা, ৭৯. ভারত, ১২৭. বাংলাদেশ, ১৩০. পাকিস্তান ও ১৪০. আফগানিস্তান ।

পোশাক শিল্পে ন্যূনতম মাসিক মজুরি

চীন৩০৩.৫৯ভিয়েতনাম ১৭০.৩৫
ইন্দোনেশিয়া২৪২.৯৪পাকিস্তান ১১০.৫৯
কম্বোডিয়া২০০.০০বাংলাদেশ৭২.৪২
ভারত১৭১.১৮মজুরি মা.ড. (সূত্র: সিপিডি)

দেশে দেশে পরমাণু বোমার সংখ্যা

রাশিয়া৫,৮৮৯পাকিস্তান১৭০
যুক্তরাষ্ট্র৫২৪৪ভারত১৬৪
চীন৫০০ইসরায়েল৯০
ফ্রান্স২৯০উত্তর কোরিয়া৩०
যুক্তরাজ্য২২৫

সূত্র: স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। পেন্টাগনের বার্ষিক প্রতিবেদন ।

Related Post

Leave a Comment