গ্রেগরীয় বর্ষপঞ্জির প্রথম মাস জানুয়ারি। খ্রিষ্টীয় পঞ্চদশ থেকে সপ্তদশ শতকের মধ্যে বেশিরভাগ দেশ এই দিনপঞ্জি গ্রহণ করে । জানুয়ারি উত্তর গোলার্ধের শীতলতম মাস । আর দক্ষিণ গোলার্ধের উষ্ণতম।

প্রথম যা কিছু

  • ৪ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেনটেটিভে ন্যান্সি পেলোসি প্রথম নারী স্পিকার নির্বাচিত। (২০০৭)
  • ১০ জানুয়ারি : লন্ডনে বিশ্বের প্রথম পাতাল রেল জনসাধারণের জন্য উন্মুক্ত । (১৮৬৩)
  • ২৩ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ম্যাডেলিন অলব্রাইটের দায়িত্ব গ্রহণ । (১৯৯৭)
  • ২৪ জানুয়ারি : ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ইন্দিরা গান্ধীর শপথ গ্রহণ । (১৯৬৬)

নতুন দেশ নতুন সরকার

  • ৪ জানুয়ারি : ব্রিটেনের কাছ থেকে বার্মার (বর্তমান মিয়ানমার) স্বাধীনতা প্রাপ্তি । (১৯৪৮)
  • ১৬ জানুয়ারি : জুলিয়াস সিজার অগাস্টাস কর্তৃক রোমান সাম্রাজ্যের পত্তন। (খ্রিষ্টপূর্ব ২৭ অব্দ)
  • ২৩ জানুয়ারি : চীনে ৩০০ বছর রাজত্বকারী মিং রাজবংশের পত্তন। (১৩৬৮)
  • ৩০ জানুয়ারি : এডলফ হিটলার জার্মানির চ্যান্সেলর নির্বাচিত । (১৯৩৩)

যাত্রা শুরু

  • ১ জানুয়ারি: যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটিতে (বর্তমান ইইউ) যোগদান । (১৯৭৩)
  • ৪ জানুয়ারি : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আনুষ্ঠানিক গোড়াপত্তন । (১৯৭২)
  • ৪ জানুয়ারি : বঙ্গবন্ধুর উদ্যোগে পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ গঠিত। (১৯৪৮)
  • ১০ জানুয়ারি : জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম বৈঠক লন্ডনে অনুষ্ঠিত। (১৯৪৬)
  • ২৪ জানুয়ারি : কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। (১৮৫৭)
  • ২৬ জানুয়ারি : ভারতে সংবিধান গ্রহণের মাধ্যমে প্রজাতন্ত্র হিসেবে দেশটির যাত্রা শুরু । (১৯৫০)

সাহিত্য

  • ৪ জানুয়ারি : শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘পথের দাবী’ উপন্যাসটি ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত। (১৯২৭)
  • ৫ জানুয়ারি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশিত । (১৯২২)
  • ২৮ জানুয়ারি : ঈশ্বর গুপ্তের সম্পাদনায় প্রথম বাংলা সাপ্তাহিক ‘সংবাদ প্রভাকর’ প্রকাশিত । (১৮৩১)

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”এই বিভাগ থেকে আরো পড়ুন” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]

বিজ্ঞান ও প্রযুক্তি

  • ১৫ জানুয়ারি : উইকিপিডিয়ার যাত্রা শুরু। (২০০১)
  • ২৭ জানুয়ারি : জন লগি বেয়ার্ড কর্তৃক জনসমক্ষে প্রথম টেলিভিশন প্রদর্শন। (১৯২৬)

ক্রীড়াজগৎ

  • ৫ জানুয়ারি : অস্ট্রেলিয়ার মেলবোর্নে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত । (১৯৭১)
  • ২৫ জানুয়ারি : ফ্রান্সে প্রথম শীতকালীন অলিম্পিক গেমস শুরু । (১৯২৪)

যুদ্ধ ও চুক্তি

  • জানুয়ারি : মস্কোতে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ও রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলৎসিনের মধ্যে স্টার্ট-টু (সেকেন্ড স্ট্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি) স্বাক্ষরিত। (১৯৯৩)
  • ১৫ জানুয়ারি : ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে হেবরন চুক্তি স্বাক্ষরিত। (১৯৯৭)

বিবিধ

  • ৬ জানুয়ারি : নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকগণ কর্তৃক যুক্তরাষ্ট্রের ‘ক্যাপিটল হিল’-এ হামলা। (২০০১)
  • ২৬ জানুয়ারি : ভারতের গুজরাটের ভুজ শহরে সংঘটিত ভূমিকম্পে ২৫ হাজার মৃত্যু। (২০০১)
  • ৩০ জানুয়ারি : নয়াদিল্লিতে নাথুরাম গডসে কর্তৃক মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা। (১৯৪৮)

উনসত্তরের গণঅভ্যুত্থান

দেশের ইতিহাসে উনসত্তরের গণঅভ্যুত্থান গুরুত্বপূর্ণ মাইলফলক। এর প্রেক্ষাপটে রয়েছে ১৯৬৬ সালে বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা ঘোষণার পর স্বাধিকার আন্দোলনের তীব্রতা বৃদ্ধি। পাকিস্তানি শাসকরা আন্দোলন নস্যাতের জন্য ১৯৬৮ সালে বঙ্গবন্ধুসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে । ফলে আবারও উত্তাল হন দেশের ছাত্র-জনতা। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি পুলিশের গুলিতে নিহত হন আসাদ। ২৪ জানুয়ারি নিহত হন কিশোর মতিউরসহ ৪ জন। আন্দোলনের ধারাবাহিকতায় ফেব্রুয়ারির শুরুতে ক্ষমতা থেকে সরে দাঁড়ান আইয়ুব খান। আগরতলা মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়া হয় ।

ভিয়েতনাম যুদ্ধের সমাপ্তি

১৯৫৫ সালে উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যে যুদ্ধ শুরু হয়। কসিউনিজম-ভীতি থেকে যুক্তরাষ্ট্র তখন দক্ষিণ ভিয়েতনামকে সাহায্য করতে শুরু করে। ১৯৬৪ সালে আমেরিকা ভিয়েতনামে সরাসরি যুদ্ধে জড়ায়। কিন্তু পরের কয়েক বছরে মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানি ও অর্থনীতির ওপর চাপের কারণে জনগণের মধ্যে যুদ্ধবিরোধী মনোভাব দানা বাঁধে। দেশজুড়ে শুরু হয় প্রবল বিক্ষোভ। ফলে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়। ১৯৭৩ সালের ২৭ জানুয়ারি প্যারিসে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার ও ভিয়েতনামি নেতা লি ডাক থো একটি শান্তি চুক্তিতে উপনীত হন ।

Related Post

Leave a Comment